আসানসোলে মহকুমা শাসকের দপ্তরে গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শনিবার শুরু হল৷ এলাকা ভিত্তিক ঝামেলায় বিডিও দপ্তরগুলিতে বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারছেনা, এই অভিযোগ আশার পর প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই অনুসারে ৭ ও ৯ এপ্রিল মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নের দিন ধার্য করা হয়৷ শনিবার সকাল থেকেই মহকুমা শাসকের দপ্তরে শাসক-বিরোধী সব পক্ষের প্রার্থীরাই মনোনয়ন জমা দেওয়ার জন্যে ভীড় জমাতে শুরু করেন৷ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়৷

শনিবার সকালে মহকুমা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হতেই দেখা গেল রানিগঞ্জ থেকে সিপিএম এর যুব নেতা হেমন্ত প্রভাকরের নেতৃত্ত্বে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দিতে আসেন৷ পাশাপাশি বারাবনী বিধানসভা এলাকার নুনি গ্রাম পঞ্চায়েত থেকে এক আহত বিজেপি প্রার্থী উজ্জ্বল ধীবর অ্যাম্বুলেন্সে করে মনোনয়ন জমা দিতে আসেন৷ উজ্জ্বল ধীবর বেশ কয়েকদিন আগে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ করা হয়েছিল৷ অন্যদিকে জাতীয় কংগ্রেসের যুব নেতা প্রসেনজিত পুইতুণ্ডির দাবি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারাবনী ও সালানপুর পঞ্চায়েত এলাকা থেকে ইতিমধ্যেই ১২জন প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন৷



Like Us On Facebook