সোমবার সকালে বর্ধমান জেলা জুড়ে পালিত হল ঈদের নামাজ। নামাজের পরই জায়গায় জায়গায় শুরু হয়ে গেল নানাবিধ অনুষ্ঠান। শুধু বাদ রয়ে গেল বর্ধমান শহর লাগোয়া ভোতারপাড় এলাকা। খুশির ঈদেও শোকের ছায়ায় ঢেকে গেল বর্ধমানের ভোতার পাড় এলাকা। সোমবার সকাল থেকে যখন বিভিন্ন জায়গায় ঈদের নামাজ সেরে ঈদের খুশির পরিবেশ, তখন রীতিমত থমথমে পরিবেশ ভোতার পাড় এলাকায়। রবিবার সন্ধ্যে বেলায় ঈদের বাজার সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা যান ভোতার পাড় মসজিদ কমিটির সম্পাদক সেখ নূর মহম্মদ(৫০)। আর তারপরেই গোটা এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া। এলাকার জনপ্রিয় মানুষ হিসাবে পরিচিত সেখ নূর মহম্মদের এই আকস্মিক মৃত্যুতে সোমবার ঈদের সমস্ত অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।

এলাকার বাসিন্দা তথা বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানিয়েছেন, সেখ নূর মহম্মদের এই প্রয়াণে গোটা এলাকার মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই ঈদের বিভিন্ন অনুষ্ঠান, এলাকাকে আলো দিয়ে সাজানো, গান বাজনার অনুষ্ঠান সবই বন্ধ রাখা হয়েছে। যদিও এদিন শোকের পরিবেশের মধ্যেই এলাকায় যথারীতি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Like Us On Facebook