বর্ধমানের গলসি ২নং ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত কুরকুবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগে সোমবার পঞ্চায়েতের ১০ জন নির্বাচিত সদস্য অনাস্থা আনল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েতের দুর্নীতির এই অভিযোগ তুলে খোদ পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ মালিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘটনায় শুরু হয়েছে দলীয় স্তরেই ব্যাপক চাপান উতোর। এদিন গলসি ২-এর বিডিও অপূর্ব বিশ্বাসের কাছে এই পঞ্চায়েতের মোট ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।

Like Us On Facebook