.

২ জানুয়ারি মাটি মঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তকমা যাতে অক্ষুন্ন থাকে এবং মানুষ যাতে সেই গরিমা ধরে রাখতে এগিয়ে আসেন সেই আহ্বান নিয়েই বুধবার ক্ষেতিয়া গ্রামে এক সচেতনামূলক পদযাত্রার আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে। পদযাত্রায় সামিল হয় স্থানীয় ক্ষেতিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। পাশাপাশি স্কুলে আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদেরও সচেতনতার পাঠ দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিকল্পনা আধিকারিক সুদীপ পাল, বিডিও দেবদুলাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি দাস রজক সহ অনান্যরা।

Like Us On Facebook