সিটি সেন্টারের সত্যরঞ্জন খাঁড়া খুন কাণ্ডে ধৃত বাড়ির পারিচারিকা নমিতা মোদককে সোমবার পুলিশ দুর্গাপুর আদালতে পেশ করল। পুলিশ রহস্যময় এই খুনের কিনারা করতে নমিতার ১৪ দিনের পুলিশি হেপাজত চায়। বিচারক পুলিশের আবেদন বিবেচনা করে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন মঞ্জুর করেন। এদিকে সোমবার দুর্গাপুর আদালতে পুলিশ নমিতাকে তোলার সময় নমিতা নিজেকে নির্দোষ বলে দাবি করেন। পাল্টা মৃতের ছেলে সুমিত খাঁড়া খুনে জড়িত বলে দাবি করেন নমিতা মোদক। যদিও এই বিষয়ে পুলিশ তদন্তের স্বার্থে কোন মন্তব্য করতে নারাজ।

উল্লেখ্য, ১৬ নভেম্বর সিটি সেন্টারের অবনীন্দ্রনাথ বীথিতে সত্যরঞ্জন খাঁড়া নামে এক বৃদ্ধ খুন হন। রহস্যময় এই খুনের কিনারা করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরের তদন্তকারী দল মৃতের ছেলে সুমিত খাঁড়া সহ বাড়ির পারিচারিকাদের ও এক সেবা কর্মীকে আটক করে জেরা করেছে। ইতিমধ্যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার বাড়ির এক পারিচারিকা নমিতা মোদককে গ্রেফতার করে। সেই নমিতা মোদকই এবার মৃতের ছেলের নামে ফাঁসানোর অভিযোগ করল আদালত যাওয়ার পথে।

Like Us On Facebook