বাড়িতে বকুনি খেয়ে পালিয়ে আসা কিশোরকে চাইল্ড লাইনের হাতে তুলে দিল বর্ধমান স্টেশনের আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গেছে, ৩০ মার্চ বর্ধমান স্টেশনের ২নং প্ল্যাটফর্মে কর্মরত ছিলেন আরপিএফ কনস্টেবল নীল রাকেশ কুমার সিং। বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ ২নং প্ল্যাটফর্মে পৌঁছায় ৩৭৮২৩ হাওড়া-বর্ধমান মেন লাইন লোকাল। হঠাৎই রাকেশবাবু লক্ষ্য করেন ওই ট্রেনের কামরায় একটি কিশোর একা ভয়ার্ত মুখে বসে আছে। সঙ্গে সঙ্গে তিনি আরপিএফের সব-ইন্সপেক্টর উমাশঙ্করবাবুকে ব্যাপারটি জানান। উমাশঙ্করবাবু তড়িঘড়ি কিশোরটির কাছে পৌঁছান এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তার নাম ইয়ামিন সেখ(১২) এবং তার বাবার নাম নাসির সেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার নিমতিতা। কিশোরটি স্থানীয় স্কুলে পড়াশুনা করত কিন্তু পড়াশুনায় তার মন ছিল না। ২৯ মার্চ বাবার বকুনি খেয়ে সে রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং নিমতিতা স্টেশনে এসে একটি ট্রেনে উঠে পড়ে। সেই ট্রেনে সে পৌঁছে যায় হাওড়া স্টেশন এবং সেখানেই সে রাত কাটায়। পরের দিন ৩০ মার্চ সে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে হাওড়া থেকে বর্ধমান লোকালে চড়ে বর্ধমান পৌঁছায়। কিশোরটির কাছ থেকে তার বাড়ির ফোন নম্বর নিয়ে আরপিএফের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আরপিএফ বাচ্ছাটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে তার পরিবারের লোকজন এলে নিয়ম মেনে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য।

Like Us On Facebook