৭০তম আর্মি-ডে উপলক্ষে দুর্গাপুরের জাংশন মলে রবিবার পানাগড় আর্মি ক্যাম্পের ভারতীয় সেনাবাহিনী তাঁদের গুরুত্বপূর্ণ অস্ত্র ভান্ডারের এক প্রদর্শনীর আয়োজন করে। রবিবার সকাল থেকে সন্ধ্যা এই প্রদর্শনী চলে।

সেনাবাহিনীর ত্রিনেত্র ডিভিশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিশেষ প্রদর্শনীর। এদিনের প্রদর্শনীতে ইনস্যাস রাইফেল, লাইট মেশিনগান, স্নাইপার রাইফেল, মর্টার, মাইন ছাড়াও নিউক্লিয়ার, বয়োলজিক্যাল ও কেমিক্যাল যুদ্ধের বিভিন্ন সরঞ্জামও প্রদর্শন করা হয়। এদিন বিকেলে সেনাবাহিনীর শক্তি তুলে ধরতে একটি চলচ্চিত্রের প্রদর্শন করা হয়। প্রদর্শনীর শেষে সন্ধ্যায় সেনাবাহিনীর ব্যান্ডের বিশেষ অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এদিন সকাল থেকেই আট থেকে আশি সকল দর্শক ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ প্রদর্শনী দেখতে ভিড় জমান দুর্গাপুরের জাংশন মলে।



Like Us On Facebook