দুর্গাপুরের জেমুয়ার ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের মিড-ডে মিলের সামগ্রী স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল তিন মিড-ডে মিল কর্মী। গ্রামবাসীদের অভিযোগ, জেমুয়ার অঞ্চল সভাপতি অধীর ঘোষের নির্দেশেই স্কুলের টিচার ইনচার্জ বামাকালী মন্ডলের যোগ সাজসে এই মিড-ডে মিলের সামগ্রী চুরি হচ্ছে।

নিউ টাউন শিপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মিড-ডে মিলের তিন কর্মী ইদুফা বিবি, বালি বিবি ও আরেকজন মহিলা সহ স্কুলের টিচার ইনচার্জ বামাকালী মন্ডলকে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন জেমুয়ার অঞ্চল সভাপতি অধীর ঘোষ। গ্রামবাসীরা জানায়, ভাদুবালা স্কুলে মিড-ডে মিলের দুর্নীতি দীর্ঘ দিন ধরে চলছে। পড়ুয়ারা ঠিকমতো খাবার পায় না অথচ আগে স্কুলের মিড-ডে মিলের সামগ্রীর বিল হত মাসে প্রায় ষাট হাজার টাকার অধিক। গ্রামবাসীরা নজরদারি করায় সেই বিল কমে এখন মাসে হয় মাত্র ষোল হাজার টাকার মত। তার পরও মিড-ডে মিলের সামগ্রী চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ তৈরি হয়। শনিবার ইদুফা বিবিদের চাল, ডাল, পোস্ত স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা নজরদারির সময় হাতে নাতে ধরে ফেলে। ঘটনার পর গোটা গ্রামে ব‍্যাপক উত্তেজনা রয়েছে।

Like Us On Facebook