বছর দেড়েক আগে জেলার ২২টি কিষাণ মাণ্ডি তৈরি হলেও এখনও ৬ টি কিষাণ মাণ্ডি চালু করা যায় নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের বছর জানুয়ারিতে বর্ধমানে আসবেন প্রশাসনিক বৈঠক করতে। তাই তড়িঘড়ি বৈঠক হল জেলার বিভিন্ন ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে।

মঙ্গলবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে জেলা প্রশাসনের আধিকারিক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু। বৈঠকে ৬ টি ব্লকের জনপ্রতিনিধি ও বিডিওদের জানিয়ে দেওয়া হয় যেমন করেই হোক মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে পড়ে থাকা ৬ টি কিষাণ মাণ্ডিকে চালু করতে হবে। বিভিন্ন কারণে জেলার আউশগ্রাম ১ ও ২, মেমারি ১ ও ২, কালনা ১ এবং কেতুগ্রাম ১ ব্লকের কিষাণ মাণ্ডিগুলি চালু করা যায় নি। মাণ্ডিগুলি থেকে যেমন মুখ ফিরিয়ে নিয়েছে এলাকার কৃষকরা, তেমনি সব্জী ব্যবসায়ীরাও মাণ্ডিতে যেতে চাইছে না। বারে বারে জেলা ও ব্লক প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নির্দেশ বা হুঁশিয়ারিও কাজে আসে নি। তাই এদিন নিরুপায় জেলাপ্রশাসন কার্যত চরম হুঁশিয়ারি দিল ব্লক প্রশাসনকে।

Like Us On Facebook