খরিফ মরশুমে ডিভিসির জল ছাড়া নিয়ে এক গুরত্বপূর্ণ বৈঠক হল বর্ধমানে। বৈঠকের শেষে বর্ধমান বিভাগের কমিশনার শ্রী হরি রামালু জানান, আগামী ২৬ জুলাই থেকে ৩১ অক্টোম্বর পর্যন্ত খরিফ মরশুমের ডিভিসি থেকে জন্য জল ছাড়া হবে, এখনও পর্যন্ত যা অবস্থা আছে তাতে করে পর্যাপ্ত পরিমাণেই জল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এদিন বিডিএর সভাকক্ষে কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন দুই বর্ধমান, হাওড়া, হুগলী ও বাঁকুড়া জেলার প্রতিনিধিরা। বর্ধমানের জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ছাড়াও হাওড়া জেলাপরিষদের সভাধিপতিও বৈঠকে উপস্থিত ছিলেন। অনক সময় দেখা গেছে ডিভিসির ছাড়া জল হাওড়া জেলার শেষ সীমা পর্যন্ত পৌঁছয় না। এবিষয়ে এবার বিশেষ নজর দেওয়ার ব্যাপারে আলোচনা হয় বৈঠকে।

Like Us On Facebook