পূর্ব বর্ধমান জেলা জুড়ে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজে আরও গতি আনার নির্দেশ দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বৃহস্পতিবার জেলার রাইস মিলার সহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে ধান কেনার কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন জেলাশাসক।

তিনি জানান, এদিনের বৈঠকে ধান কেনার কাজের অগ্রগতি নিয়ে এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। তিনি জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে জেলা জুড়ে লক্ষ্য নেওয়া হয়েছিল ৫২ হাজার মেট্রিক টন। সেখানে ধান কেনা হয়েছে ৪৮ হাজার মেট্রিক টন। চলতি জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রা রয়েছে ১ লক্ষ ৩ হাজার মেট্রিক টন। চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষে কেনা হয়েছে ৬৭ হাজার মেট্রিক টন। তিনি জানিয়েছেন, চাষিদের অভাবী বিক্রি রোধে চলতি মরশুমে অনেক আগে থেকেই জেলায় ধান কেনার কাজ শুরু হয়েছে। যেহেতু এবারে ধানের ফলন প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে কিছুটা কম হয়েছে এবং খোলা বাজারে ধানের দাম অনেকটাই ভাল তাই অনেক চাষিই খোলা বাজারে ধান বিক্রি করে দিচ্ছেন। জেলাশাসক এদিন জানিয়েছেন, জেলার চাষিদের কাছে আবেদন রাখা হয়েছে কোথাও যেন অভাবী বিক্রি না করেন। সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করার জন্য চাষিদের কাছে আবেদন জানান হয়েছে। পাশাপাশি ধান কেনার কাজে নিযুক্ত রাইস মিলার সহ বিভিন্ন সরকারি সংস্থাগুলিকে আরও উদ্যোগ নেবার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

Like Us On Facebook