শিশু সুরক্ষায় সচেতনতা বাড়াতে জেলাশাসকের কনফারেন্স রুমে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বৈঠক করলেন শিশু কল্যাণ সমিতির সঙ্গে। আগামী দিনে শিশু সুরক্ষার মতো বিষয়টিকে আরও জোরদার করার জন্য এবং মানুষকে আরও বেশী সচেতন করে তুলতে কি কি প্রকল্প রূপায়িত করা যায় তাই ছিল এদিনের বৈঠকের আলোচ্য বিষয়। এদিনের বৈঠকে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন দেবাশিস নাগ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে দেবাশিস বাবু বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে একেবারে তৃণমূল স্তরে গিয়ে প্রচার বাড়াতে হবে। বেসরকারি হোমগুলিতে গিয়ে সচেতনতা বাড়াতে হবে। পরিষেবা উন্নত করতে হবে। পাশাপাশি, বর্ধমান জেলা পুলিসের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে ‘মুস্কান-থ্রি’-র। এই অভিযান আগেও হয়েছিল। এটি তৃতীয় পর্যায়। এই প্রকল্পে শিশু সুরক্ষা বিষয়ক নানা কর্মসূচি পালিত হয় জেলা জুড়েই।

Like Us On Facebook