অন্ডালের বাবুইসোলে একটি ৩৩ হাজার ভোল্টের হাই টেনশন বিদ্যুতের টাওয়ারের উপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বসে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়াল শনিবার বিকেলে। রাত দশটায় খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে ওই ব‍্যক্তি টাওয়ারে বহাল তবিয়তে বসে রয়েছে। অন্ডাল থানার পুলিশ সঙ্গে বিদ‍্যুৎ দপ্তর ও দমকলের কর্মীরা ওই ব‍্যক্তিকে প্রাণঘাতী হাই ভোল্টেজ টাওয়ার থেকে বুঝিয়ে সুঝিয়ে নামাতে ব‍্যর্থ হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ স্থানীয় মানুষের নজরে পড়ে বিষয়টি। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরিচিত ওই ব‍্যক্তিকে হাই টেনশন লাইনের টাওয়ার থেকে নামানোর আপ্রাণ চেষ্টা করছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় অনেকে মনে করছেন ওই ব‍্যক্তি ভিন রাজ‍্য থেকে অন্ডাল রেল স্টেশনে নামে। তারপর রাস্তা হারিয়ে টেনশনে ভারসাম‍্য হারিয়ে ওই টাওয়ারে আশ্রয় নেয়। আবার অনেক মনে করছেন আত্মহত্যার জন্য ওই ব‍্যক্তি টাওয়ারে উঠেছে। জানা গেছে,ওই ব‍্যক্তি যে ভাষায় নিজ মনে কথা বলছে তাতে পুলিশের অনুমান ওই ব‍্যক্তি আসাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা হতে পারে। যাইহোক বর্তমানে টাওয়ারের যে জায়গায় রয়েছে সেটি যথেষ্ট বিপদজনক বলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান। ওই ব‍্যক্তি নিজ মনে টাওয়ারের আরও উপরে উঠে গেলে যে কোন সময় বড় বিপদের আশঙ্কা রয়েছে।

Like Us On Facebook