মাধ্যমিক পরীক্ষার আগের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর। বাইকে সওয়ার থাকা অপর দুই কিশোরও বাইক থেকে পড়ে মারাত্মক জখম হয়েছে। রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার সাহাপুর এলাকায়। জখম বাইক আরোহীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয়েছে।

জানা গেছে, মৃত বাইক আরোহীর নাম অশোক মুর্মু (১৬ )। বাড়ি হুগলির গুড়াপ থানার সাটিদহ গ্রামে। গুড়াপ রমণিকান্ত ইনস্টিটিউশনের ছাত্র ছিল অশোক। গুরুতর জখম বাইকের অপর আরোহীরা হল দেবা কিস্কু ও অমিত মাণ্ডি। তারাও সাটিদহ এলাকার বাসিন্দা। মৃত ছাত্রের কাকা নেপাল মুর্মু জানিয়েছেন, রবিবার বাইকে চড়ে ওই তিন কিশোর জামালপুরের সাহাপুর নিবাসী আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বিকেলে সেখান থেকেই জামালপুর জৌগ্রাম রোড ধরে বাইকে চেপে তিনজন বাড়ি ফিরছিল। পথে সাহাপুর হিমঘরের কাছে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন বাইক আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎতই সামনে ট্র্যাক্টর চলে আসলে বাইক চালক জোরে ব্রেক কষে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মাধ্যমিক পরীক্ষার্থী অশোক মুর্মুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম বাইক আরোহীদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।

Like Us On Facebook