দিল্লির কোন শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে দেহ ব্যবসা চলছে এই খবরের জেরে দুর্গাপুরের শ্রীনগর পল্লীর ৩নং স্ট্রিটের এক রহস্যময় বাড়িকে ঘিরে শুক্রবার দিনভর টান টান উত্তেজনা রইল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর পল্লীর বাসিন্দা গোপাল পোদ্দার তার বসত বাড়িটিকে শিব বাবা নামের কোন এক বাবাকে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামাঙ্কিত আশ্রম করতে ভাড়া দিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ হাজার টাকা মাসিক ভাড়ায় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামে তিন তলা বাড়িতে আশ্রম চালাত শিব বাবার লোকজন। ওই আশ্রমে আবাসিক কয়েকজন মহিলা থাকেন। কয়েক জন পুরুষ সদস্যও ওই আশ্রমে যাতায়াত করেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কখনই ওই আশ্রমে ঢুকতে দেয়নি আশ্রমের আবাসিকরা বলে জানা গেছে। পড়শীদের অভিযোগ, পাড়ার মধ‍্যে একটি আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু পড়শীদের ঢুকতে দেওয়া হয়নি কখনও। পড়শীরা জানান, মধ‍্য রাতে নাকি অচেনা অজানা পুরুষ ও মহিলাদের যাতায়াত রয়েছে এই আশ্রমে। পড়শীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এতেই সন্দেহ দানা বাঁধে।

শুক্রবার সকালে থেকে স্থানীয় বাসিন্দারা ওই আশ্রমে অসামাজিক কার্যকলাপ চলছে এই অভিযোগে বাড়ি খালি করে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ বাড়তে থাকায় বিকেল পাঁচটার মধ‍্যে বাড়ি খালি করে দেবার নির্দেশ দেওয়া হয় আশ্রমের আবাসিকদের। এদিকে বাড়ির মধ‍্যে কারা রয়েছে সেই কৌতুহলে আশ্রমের বাইরে ভিড় বাড়তে থাকায় আবাসিকরাও আশ্রমের বাইরে বের হতে যেমন ভয়ে সিঁটিয়ে যান তেমনই অপ্রীতিকর ঘটনা এড়াতে দুর্গাপুর থানার পুলিশও ভিড় এবং উত্তেজনার কথা মাথায় রেখে খুব সাবধানী পদক্ষেপ গ্রহণ করে। শেষমেষ সন্ধ্যার সময় ভিড় ঠেলে পুলিশ ছয় জন পঞ্চাশোর্ধ বয়ষ্কা মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরপরে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ দূর করতে স্থানীয় মহিলা সমিতি ও দুর্গাপুরের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ২নং বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার পুলিশ ও সংবাদ মাধ্যমকে নিয়ে আশ্রমে ঢোকেন। রমাপ্রসাদ হালদার বলেন, আশ্রমে অসামাজিক কাজের কোন প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন ঘরে কেবলমাত্র বই ও কয়েকটি ব‍্যাগ রয়েছে।

Like Us On Facebook