দিনে শয়ে শয়ে ইসিএলের ট্রাক ও ডাম্পার চলে এই রাস্তায়। স্থানীয়দের অভিযোগ, গাড়ির চাকায় চাকায় ওড়া ধুলোয় এলাকার বাসিন্দাদের নাভিশ্বাস ওঠে। বার বার ইসিএল কর্তৃপক্ষকে বলেও কোন সুরাহা হয়নি। ধুলোর দাপট কমাতে রাস্তায় জল ছড়ানোর আশ্বাস দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেনি ইসিএল কর্তৃপক্ষ।

বাধ‍্য হয়ে পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধে শনিবার সকালে স্থানীয় মানুষ ধুলোর দূষণ থেকে বাঁচতে ইসিএলের পরিবহণ আটকে পথ অবরোধে নামেন। ফলে ইসিএলের পরিবহণ স্তব্ধ হয়ে যায় পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধে। এলাকার বাসিন্দারা ধুলোর দূষণ থেকে বাঁচতে নিয়মিত রাস্তায় জল ছড়ানোর লিখিত প্রতিশ্রুতির দাবি জানান ইসিএল কর্তৃপক্ষের কাছে। ফলে এদিন সকাল থেকে প্রায় চার ঘন্টা স্তব্ধ হয়ে যায় ইসিএলের পরিবহণ। পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।

Like Us On Facebook