প্রয়োজনীয় রেশন দোকানে মজুদ থাকা সত্ত্বেও ক্রেতাদের না দেওয়ার অভিযোগে দুর্গাপুরের ১১ নং ওয়ার্ডের অন্তর্গত কুড়ুরিয়া ডাঙায় একটি রেশন দোকানে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। স্থানীয় মানুষজনের অভিযোগ, এই রেশন দোকান থেকে ক্রেতাদের প্রাপ্য রেশন দেয় না দোকানী। অথচ গুদামে রেশন সামগ্রী মজুদ রয়েছে।

আজ, শুক্রবার স্থানীয় উপভোক্তারা ওই রেশন দোকান থেকে আটা আনতে গেলে দোকানী আটা নেই বলাতে ঝামেলা শুরু হয়। অথচ গোডাউনে প্রয়োজনীয় আটা মজুদ রয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। এরপরেই দোকানে স্থানীয় মানুষ প্রয়োজনীয় রেশন দেওয়ার দাবিতে সোচ্চার হন। রেশন দোকানটি বন্ধ করে দেওয়ার দাবি জানান ‌স্থানীয় মানুষ। এই নিয়ে এলাকায় প্রবল উত্তেজনা চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়। রেশন দোকানের গুদামে আটা মজুদ রয়েছে দেখে অমিতাভবাবু রেশন দোকানের মালিককে উপভোক্তাদের আটা দিতে নির্দেশ দেন। দুর্গাপুর পুরসভা অভিযুক্ত রেশন দোকানদারের বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।


Like Us On Facebook