চাকরির দাবিতে স্থানীয়দের আন্দোলনের জেরে উৎপাদন শুরুর আগে বন্ধের মুখে পাওয়ার প্ল্যান্ট৷ ইসিএলের সাথে কানোড়িয়া গোষ্ঠীর মনোমালিন্যের জেরে দীর্ঘ সাত বছর আগে বন্ধ হয়ে যায় সিপিএস তথা চিনাকুড়ি পাওয়ার স্টেশন৷ কিন্তু বর্তমানে ইসিএল নতুন একটি কোম্পানিকে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দিলে ফের প্ল্যান্ট চালুর প্রক্রিয়া শুরু হয়েছিল৷ ইসিএল নতুন দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে ৯ মাসের মধ্যে উৎপাদন শুরু করার সময়সীম বেঁধে দেয়৷ সেই লক্ষে দু’মাস আগে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি চিনাকুড়ি পাওয়ার স্টেশন খুলে সংস্কারের কাজ শুরু করতেই স্থানীয় কিছু যুবক তৃণমূলের পতাকা নিয়ে চাকরির দাবিতে কারখানার গেটে বিক্ষোভ শুরু করে বলে অভিযোগ কর্তৃপক্ষের৷

কারখানার জেনারেল ম্যানেজারের দাবি, প্ল্যান্ট দীর্ঘদিন বন্ধ ছিল ফলে বর্তমানে এর রক্ষণাবেক্ষণের কাজ চলছে। উৎপাদন শুরু হয়নি৷ তবুও স্থানীয় ২১ জন যুবককে কাজে নিয়োগ করা হয়েছে৷ উৎপাদন শুরু হলে প্রয়োজন অনুসারে নিয়োগ করা হবে৷ তবে বর্তমানে ওই যুবকদের কারখানার গেট আটকে বিক্ষোভের জেরে কারখানার কাজের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে৷ এভাবে আন্দোলন চললে, তাঁরা কাজ শুরুর আগেই দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হবেন৷

যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারখানার গেট আটকে আন্দোলনের কোন অনুমতি দল ওই যুবকদের দেয়নি। আন্দোলনকারীরা তৃণমূলের কেউ নয়। প্রয়োজনে ওই সংস্থাকে পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে।

Like Us On Facebook