শুনুন অভিনন্দন চট্টরাজের গাওয়া সেই গান –

 

‘হ্যাঁচকা টানে রুটিরুজি কারে চলছে মাতব্বরি, লুঠেরার দল জোট বেঁধে আজ দেয় শুধু হুঁশিয়ারি। এই ফাগুনে আগুন জ্বেলে ভয়কে কর দূর, রক্ষা কর তোমার শহর আমার দুর্গাপুর’ – দুর্গাপুর পৌরনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে এবারের নির্বাচনী প্রচারে দেওয়াল লিখন, পোস্টার-ব্যানারের পরিবর্তে ফেসবুকে প্রচারের সঙ্গে সঙ্গে লাল বেলুনের মিছিল ও এই গান এখন পৌরনির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার। পশ্চিমী ঢঙ্গে গাওয়া এই বাংলা গণসংগীতের মাধ্যমে বামফ্রন্ট দুর্গাপুর শহর রক্ষার ডাক দিয়ে মানুষকে আবারও বামআন্দোলনে সামিল করার প্রচেষ্টা চালাচ্ছে। দুর্গাপুরের ছেলে অভিনন্দন চট্টরাজ লিখেছেন গানের কথা ও দিয়েছেন সুর। অভিনন্দনের দরাজ গলায় এই গান এখন বামপন্থীদের কাছে নির্বাচনী প্রচারে পথ চলার পাথেয়। এই গান প্রত্যেক বাম প্রার্থীর নির্বাচনী প্রচারেই বাজছে। পৌর নির্বাচনের জন্য এই গান গাওয়া হলেও শারদীয়া গানের মত এই গান দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে বাম প্রার্থীদের প্রচারে বারংবার বাজতে থাকায় ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে।

ভ্রম সংশোধন: অভিনন্দন চট্টরাজ দুর্গাপুরের ছেলে এবং গায়ক। তিনি বাম ছাত্রনেতা নন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।

Like Us On Facebook