দুর্গাপুর পৌর নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা মাথা উঁচু করে একলা লড়াই করবে ৪৩ টি আসনেই, কারোর সাথে কোন গোপন বোঝাপড়া বা আসন রফা নয়। দুর্গাপুরে আসন্ন পৌর নির্বাচনে বামফ্রন্টের ইস্তাহার ও প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসে শনিবার দুর্গাপুরের সৃজনিতে একথা ঘোষণা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। এদিন দুর্গাপুর নগর নিগমের ৪৩টির মধ্যে ৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন সূর্য্যকান্ত মিশ্র। বাকি ১১টি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান।

কংগ্রেসের নাম না করে জোটের সম্ভাবনায় জল ঢেলে দিয়ে সিপিএমের রাজ্যসম্পাদক এদিন বামফ্রন্ট প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে দলীয় কর্মীদের নিজ নিজ এলাকায় দেওয়াল লিখন থেকে শুরু করে প্রতিটি বাড়িতে সাধারন মানুষের মতামতের উপর ভর করে নতুন করে দুর্গাপুর গড়তে আসন্ন পুরভোটে বামফ্রন্টের ইস্তাহার বিলি করার পরামর্শ দেন। সূর্য্যবাবু এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলে বাম রাজত্ব দুর্গাপুর নগর নিগমের উন্নয়নের পরিসংখ্যান কর্মীদের কাছে তুলে ধরতে উদাহরন হিসাবে বলেন এই সৃজনি হলটি পশ্চিম বঙ্গের সেরা একটি হল। এটিও বাম পন্থীরাই ক্ষমতায় থাকাকালীন যেমন তৈরি করেছে তেমনি দুর্গাপুরের যেই দিকে তাকান সবই বামেদের হাতেই গড়া হয়েছে বলে উদাহরণ তুলে ধরেন।

পাহাড় থেকে সমতল দলীয় কর্মীদের কাছে বাম ফ্রন্টের ৩৪ বছরের স্বচ্ছ ও সুশাসনের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সারদা নারদ কেলেঙ্কারি থেকে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মাত্র ৬ বছরে তৃণমূল কংগ্রেসের নেতাদের মত দুর্নীতিতে ডুবে বামপন্থীদের সিবিআই এর জেরার সম্মুখীন হতে হয়নি বলে দাবি করেন। বিভিন্ন দূর্নীতি উদ্ঘাটনে সিবিআই দ্বারা মুখ্যমন্ত্রীকে জেরার দাবি জানান। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ করে মুখ্যমন্ত্রীর হটকারিতায় আজ পাহাড় থেকে বসিরহাট জ্বলছে বলে এদিন কটাক্ষ করে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করতে গিয়ে চোরের মত মন্ত্রীদের নিয়ে রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রী মন্ত্রীপার্ষদদের নিয়ে পালিয়ে আসতে পথ পাননি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নেন সিপিএমের রাজ্য সম্পাদক। বিজেপি কর্মীরা বলেন হর হর মোদী ঘর ঘর মোদী। সিপিএমের সম্পাদক কটাক্ষ করে বলেন আমি বলি অড়হর মোদী। অড়হর ডাল সহ সব জিনিসের অগ্নিমুল্য, সব জিনিসে জিএসটি। সবর্ত্র ট্যাক্স, ব্যাঙ্কের নীতি সহজকরন না করে দুসহকরন ও ২কোটি বেকারদের চাকরি দেবে বলেছিল মোদী। মানুষের জীবনযাপনই দায় করে দিয়েছে মোদী বলে অভিযোগ করে বলেন একই ভাবে রাজ্যেও মুখ্যমন্ত্রী বলেছিল ৮৫ লক্ষ বেকারের চাকরি দেবে আসলে কিন্তু ভাঁওতা দিয়ে দুইজনই প্রতারনা করেছে সাধারন মানুষ ও বেকার ছেলেদের সঙ্গে বলে সিপিএমের রাজ্য সম্পাদক এদিন দুই জনকেই আক্রমণ করেন। তৃনমুল কংগ্রেস ও বিজেপি গোপন আঁতাতে মধ্য দিয়ে চলছে বলেও এদিন অভিযোগ করেন সিপিএমের রাজ্য সম্পাদক। এদিন সিপিএম নেতা মদন ঘোষ, অমল হালদার গৌরাঙ্গ চ্যাটর্জী, সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক সহ দুর্গাপুর ও আসানসোলের সকল নেতা সৃজনী ইস্তাহার ও প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিপিএমের রাজ্য সম্পাদকের বক্তব্য শুনতে দুর্গাপুর পুরসভা জয় করতে প্রার্থী তালিকা জানতে সৃজনীতে দলীয় কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে।

Like Us On Facebook