.

আমাদের কাছে দেশের ক্ষেত্রে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আর বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার সমান বিপদজনক। কৃষক, শ্রমিক যুবক সকল মানুষের বেঁচে থাকা এই দুই দল দুঃসহ করে দিয়েছে। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সিপিএমের দলীয় কার্যালয়ে একথা বলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী। আভাসবাবু বলেন, ‘আমরা এএসপি, ডিএসপি কারখানা বাঁচানোর লড়াই করছি। দুর্গাপুরের এএসপি কারখানা বাঁচানোর লড়াই করে আপাতত টিকিয়ে রাখতে পেরেছি। জানি না এএসপির ভবিষ্যৎ কী! তবে এএসপি বাঁচলে ডিএসপি বাঁচবে। এমএএমসি সহ সমস্ত বন্ধ কলকারখানা খোলার দাবি নিয়ে আমরা লড়ছি।’ আভাসবাবু আরও বলেন, ‘মানুষের বেঁচে থাকার তাগিদে পার্লামেন্টে বেশি সংখ্যায় বাম প্রতিনিধিদের থাকার প্রয়োজন রয়েছে। আমরা ভোটে নির্বাচিত হয়ে মানুষের অধিকার আদায় করব। কৃষক শ্রমিক ও যুবকদের হয়ে আওয়াজ তুলবো পার্লামেন্টে।’ সাংবাদিক বৈঠকের পর এদিন প্রার্থী আভাস রায়চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে পানাগড়ে প্রচার করেন এবং একটি জনসভাও করেন।


Like Us On Facebook