আগামী ২০ ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ১৩ দফা দাবিকে সামনে রেখে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আইন অমান্য ও জেলভরো কর্মসূচিতে নামছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। শনিবার বর্ধমানের কর্মচারীভবনে এই কর্মসূচির বিষয়ে জেলা কনভেনশন অনুষ্ঠিত হল।

কনভেনশনে বক্তব্য রাখেন বামপন্থী ট্রেড ইউনিয়নের রাজ্য নেতা প্রণব চট্টোপাধ্যায়, সুকান্ত কোনার, প্রণব আইচ প্রমুখরা। মূল্যবৃদ্ধি রোধ, রেশন ব্যবস্থাকে সার্বজনীন করা, বিভিন্ন পণ্যের ফাটকা কারবার বন্ধ করা, বেকারী রোধ করা, শ্রমিকদের ন্যূনতম মজুরী মাসে ১৮ হাজার টাকা করা প্রভৃতি মোট ১৩ দফা দাবিকে সামনে রেখে এদিন আলোচনা করা হয়। বামপন্থী ট্রেড ইউনিয়ন ও ১২ জুলাই কমিটির উদ্যোগে আয়োজিত হয় এদিনের কনভেনশন।

Like Us On Facebook