হাইকোর্টের নির্দেশে বর্ধমান আদালতের ল’ক্লার্কদের নিজস্ব লাইসেন্স প্রাপ্ত পরিচয়পত্র ছাড়া আদালতে কাজকর্মের উপর নিষেধাজ্ঞা জারি হল শুক্রবার থেকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বর জুড়ে। কার্যত, বর্ধমান আদালতে লাইসেন্সপ্রাপ্ত ল’ক্লার্ক ছাড়াও বিনা লাইসেন্সে ল’ক্লার্কের কাজ করছেন প্রায় কয়েকশো জন। হাইকোর্টের এই নির্দেশে এদিন থেকেই তারা রীতিমত বিপাকে পড়েছেন। এদিনই আদালতের এই নির্দেশিকা আদালতের দেওয়ালে টাঙিয়েও দেওয়া হয়েছে। ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমান বার এ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানিয়েছেন, ‘এদিনই তাঁদের কাছেও এই নির্দেশিকা এসে পৌঁছেছে।’

Like Us On Facebook