জেলা খাদ্য দপ্তর থেকে বাতিল করে দেওয়া প্রায় ৪ লক্ষ ডিজিটাল রেশন কার্ডকে খোলা আকাশের নিচে ফেলে রাখাকে কেন্দ্র করে বর্ধমানে রাজনৈতিক তরজা চরমে উঠল। বুধবার বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শ্যামল রায় সাংবাদিক বৈঠকে এই ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি করে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন। পাল্টা রাজ্যের শাসকদল তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় বিজেপির নেতাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে খোলা আকাশের নীচে ডিজিটাল রেশন কার্ড পড়ে থাকাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে।

এদিকে, এই ঘটনা সম্পর্কে এদিন জেলা খাদ্য নিয়ামক দেবমাল্য বসু জানিয়েছেন, ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় ৮৬ শতাংশ ডিজিটাল রেশন কার্ড বিলি করা হয়েছে। বাকি রয়েছে প্রায় ৪ লক্ষ কার্ড। ধাপে ধাপে তা দেওয়াও হচ্ছে। এফসিআই গোডাউন চত্বরে পড়ে থাকা কার্ড সম্পর্কে তিনি জানিয়েছেন, এই ৪ লক্ষ কার্ডকে বাতিল করা হয়েছে। মূলতই এই কার্ডগুলি যাদের নামে তাদের কোন হদিশই খাদ্য দপ্তর পায়নি। তাই সেগুলিকে বিভাগীয়ভাবেই লক করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই বাতিল কার্ডগুলি কারও কোন কাজে আসবে না। উল্লেখ্য, মাটি উৎসবের জন্য এই গোডাউনকেই কন্ট্রোল রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে। দেবমাল্যবাবু জানিয়েছেন, কন্ট্রোল রুম করার জন্য গোডাউনের ভেতরে থাকা এই কার্ডগুলিকে বাইরে রাখা হয়েছিল।

এই ঘটনা নিয়ে এদিন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সাফ জানিয়েছেন, সরকারি এলাকা এবং সরকারি হেফাজতে থাকা এই কার্ড কিভাবে বিজেপির পার্টি অফিসে গেল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে। অবিলম্বে ওই সরকারি কার্ড চুরির অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।


Like Us On Facebook