সাবমার্সিবল পাম্প বসানোর জন্য গর্ত খোঁড়ার সময় গর্তের ভিতরেই মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। বুধবার দুপুরে বর্ধমান শহরের উল্লাসের কাছে পূর্বাশা বাসস্ট্যান্ডের পিছনে এক ঠিকাদারের তত্ত্বাবধানে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ চলছিল। সেই সময় গর্তের গভীরতা দেখার জন্য দড়ি ধরে নীচে নামে মহরম আনসারী(৩৭) ও জামরুল সেখ নামে দুই শ্রমিক। কাজ শেষে জামরুল উঠে আসতে পারলেও হঠাৎই হাত থেকে দড়ি ফসকে প্রায় ১২ ফুট গভীর গর্তে পড়ে যান মহরম। সঙ্গে সঙ্গে গর্তের চারদিকের মাটি ধ্বসে পরে তাঁর উপর। ততক্ষণে কর্মরত অনান্য শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েন। স্থানীয় কিছু মানুষ দ্রুত পাশেই জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি জেসিবি মেশিনকে নিয়ে এসে উদ্ধারের কাজে লাগায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টার পর মাটির তলা থেকে চাপা পড়া মহরমকে উদ্ধার করা গেলেও ততক্ষনে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান মহরম। যদিও ঘটনার খবর পেয়ে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে স্থানীয়দের তৎপরতায় গর্তে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কাটোয়ার কদমপুকুর থেকে ১০ জনের একটি ঠিকাকর্মীদের দল সাবমার্সিবল পাম্প বসানোর জন্য বর্ধমানে কাজে এসেছিলেন। মহরম আনসারী তাঁদেরই মধ্যে একজন। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান থানার পুলিশ।

Like Us On Facebook