বর্ধমান ২ নং ব্লকে ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক উন্নয়ন দফতর প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মুক্তিধারা প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী ও বিপণন মেলা ‘কুটীর বর্ধমান ২০১৮’।

মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন সভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, পঞ্চায়ত সমিতির সভাপতি অম্বিকা যশ, বিডিও শ্রীমতি অদিতি বোস সহ অনান্যরা। স্বনির্ভর গোষ্ঠীগুলি দ্বারা উৎপাদিত দ্রব্য বাজারজাত করা ও তাদের উদ্বুদ্ধ করার লক্ষেই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন সভাধিপতি দেবু টুডু।

Like Us On Facebook