বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার সাম্মানিক ডি-লিট প্রদান করা হল। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মানে অভিভূত শেখ হাসিনা৷ ডি-লিট সম্মান সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ করেন শেখ হাসিনা৷

তিনি বলেন, ডি-লিটের আমন্ত্রণ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে থাকলেও বাংলাদেশের জাতীয় কবি নজরুলের জন্মদিনে তাঁরই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মানের আমন্ত্রণে তিনি নিজের আবেগ চেপে রাখতে পারেননি৷ এদিন ডি-লিট সম্মান পাওয়ার মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূয়সী প্রশংসা করলেন তিনি৷ পাশাপাশি কবি নজরুলের নামে শিক্ষা প্রতিষ্ঠান ও বিমান বন্দর গড়ে তোলায় সাধুবাদ জানান রাজ্যসরকারকে৷ বলেন, নজরুলকে নিয়ে দুই বাংলাতেই কাজ চলছে৷ আসলে রাজনৈতিক সীমারেখায় ভাগাভাগি থাকলেও রবীন্দ্রনাথ, নজরুলকে ভাগ করা যায়নি৷ তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কবি নজরুল ও বঙ্গবন্ধু মুজিবরের মধ্যে কোথাও একটা মিল আছে৷ তারা উভয়েই বিদ্রোহের কারণেই কারাবাস করেছেন৷ তাই নজরুল বিদ্রোহী কবি হলে বঙ্গবন্ধু মুজিবর রহমান রাজনৈতিক কবি৷

এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতায় প্রতিবেশী দেশ ভারতের ঋণ ভোলার নয়, তবে ভবিষ্যতে সন্ত্রাস, মাদক ও হানাহানি রোধে প্রতিবেশী দেশগুলির পারস্পরিক আরও বেশি সহযোগীতার দরকার৷ এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪১৯ জন ছাত্র-ছাত্রীকে শংসাপত্র তুলে দেওয়া হয়৷ এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।



Like Us On Facebook