বৃহস্পতিবার গোটা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলা প্রশাসন তথা কন্যাশ্রী প্রকল্পের উদ্যোগে ‘কন্যাসাথী’ প্রকল্পের সূচনা করা হয় বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। ৫৮৪জন কন্যার হাতে তুলে দেওয়া হয় বিজ্ঞান সম্মত স্যানিটারি ন্যাপকিন। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নভিন কুজুর প্রমুখ।

পূর্ব বর্ধমান কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতী চৌধুরী জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি গোটা জেলা জুড়েই বাল্যবিবাহ রোধে কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, মূলত ঋতুমতী হওয়ার পর সঙ্কোচ ও লজ্জাজনিত কারণে মেয়েরা নানাবিধ সমস্যায় পড়ে। এই সমস্যা দূর করতেই তাদের বিজ্ঞানসম্মত ন্যাপকিন ব্যবহারের ওপর জোড় দেওয়া হয়েছে। আর এব্যাপারে কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের তৈরি ন্যাপকিন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

পূর্ব বর্ধমান জেলায় গত কয়েক মাসে ৬১টি কন্যাশ্রী ক্লাবের সদস্যরা মোট ৬৩৬টি বাল্যবিবাহ রদ করায় তাদের নাম মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হল বিশেষ সাহসিকতার পুরষ্কারের জন্য। বর্ধমানের কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতী চৌধুরী জানিয়েছেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধন করতে এসে কন্যাশ্রী ক্লাবের মেয়েদের এই সাহসিকতার জন্য তাদের পুরষ্কৃত করার কথা ঘোষণা করে যান। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী মেয়েদের হাতে বিশেষ সাহসিকতার পুরষ্কার তুলে দেবেন।


Like Us On Facebook