.

মঙ্গলবার কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাসের নেতৃত্বে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধে সচেতনতার প্রচার শুরু হল। কাঁকসার বিভিন্ন এলাকায় ব্লক উন্নয়ন অফিসের কর্মীরা বিডিওর সঙ্গে এলাকায় ব্লিচিং পাউডার ছড়ান। সঙ্গে স্বপন বাউল এলাকার মানুষকে সচেতন করতে বাউল গানের মধ্যমে প্রচার করেন। ৫ মার্চ দুর্গাপুরের সৃজনীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁকসা সহ পশ্চিম বর্ধমান জেলায় মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিতে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি ও মশা দমনেও উদ্যোগ নেওয়া শুরু করল কাঁকসা ব্লক প্রশাসন।

Like Us On Facebook