দেবপ্রসাদ বাগ, চেয়ারম্যান, কালনা পৌরসভা

দীর্ঘদিন ধরে কালনা শহরের মানুষজন কয়েন নিয়ে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অভিযোগ শহরের ব্যবসাদার সহ ব্যাঙ্কগুলি কয়েন নিতে অস্বীকার করছেন। যার ফলে ছোট ব্যবসাদার, হকার সহ সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। এবিষয়ে তাঁরা কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ-এর কাছে বিষয়টি তুলে ধরেন।

কালনাবাসীর এই সমস্যার কথা জেনে দেবপ্রসাদবাবু বিশেষ উদ্যোগ নেন এবং বৃহস্পতিবার কালনা শহর জুড়ে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, কোন প্রতিষ্ঠান, ব্যক্তি বা ব্যবসায়ী যদি কয়েন নিতে অস্বীকার করেন তাহলে কালনা থানায় এবিষয়ে জানান।

বিশেষ সূত্রে জানা গেছে কালনা শহরের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিও কয়েন নিতে অস্বীকার করায় ব্যবসায়ীরাও ক্রেতাদের কাছ থেকে কয়েন নিতে অস্বীকার করছেন।

সেই কারণে বৃহস্পতিবার কালনা পুরসভার পক্ষ থেকে এবিষয়ে মাইকিং করে মানুষকে সচেতন করা হয়। কালনা পুরসভার অন্তর্গত কোন ব্যবসায়ী পুরসভার এই ঘোষণার পরও যদি সাধারণ মানুষের কাছে কয়েন নিতে অস্বীকার করেন তাহলে প্রয়োজনে ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল হতে পারে। কয়েন নিয়ে অসুবিধায় পড়া মানুষজন কালনা পৌরসভার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।