এক সময় বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত। অন‍্য রাজ‍্য থেকে পুলিশ এসে শিখে যেত কিভাবে সরকারের প্রতি আনুগত্য রেখে সাধারণ মানুষের পাশে থাকা যায়, কিন্তু সেদিন আর নেই। এখন অন‍্য রাজ‍্য থেকে পুলিশ এসে কিভাবে পুলিশ তোলাবাজি করছে তা শিখে যাচ্ছে, শনিবার লাউদোহার় সরপি মোড়ে বিজেপির এক প্রতিবাদ সভায় এসে বিজেপির রাজ‍্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেন।

৩০ নভেম্বর লাউদোহা বিডিও অফিসের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করার সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে শনিবার পাল্টা এক প্রতিবাদ সভায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। পুলিশের পাশাপাশি এদিন বিজেপির রাজ‍্য নেতা তৃণমূল কংগ্রেস কর্মীদেরও‌ ৩০ নভেম্বরের বিজেপি কর্মীদের উপর হামলার জন্য তৃণমূল কংগ্রেসের হামলাকারীদের হুঁশিয়ারি দেন।

জয়বাবু বলেন আপনারা একটা মালাই চাকি ভেঙে দশ টুকরো করেছেন। আপনারও দশটা মালাই চাকির অর্ডার দিয়ে রাখুন সময় এলে আমরাও আপনাদের মালাই চাকি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। এদিন বিজেপির রাজ‍্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের ডাক দেন। লাউদোহায় এদিন বিজেপির রাজ‍্য নেতা জয় বন্দ্যাপাধ্যায় প্রতিবাদ সভা থেকে বিজেপি কর্মীরা কার্যত আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেন। জয়বাবু বলেন আমি ৩২ বছর বাংলা সিনেমা করে বাংলার মানুষের মন জয় করেছি। যদি এই সভার পর কোন বিজেপি কর্মীদের গায়ে হাত পড়ে তাহলে বাড়ি বাড়ি ঢুকে হামলাকারীদের উপর হামলা করার হুমকিও দেন বিজেপির এই নেতা।

উপস্থিত জনতার উদ্দেশ্যে এদিন বিজেপির রাজ‍্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন মানুষকে ভালবেসে বিশ্ব জয় করা যায়। তৃণমূল কংগ্রেস তা করল না। অপশাসন করল। কেবলমাত্র নিজেদের পকেট ভরল। তাই বাংলার মানুষ পরিবর্তন চাইছে। শুক্রবারে কাঁকসার সভার মতো শনিবারও রাজ‍্যে পরিবর্তনের ডাক দেন জয় বন্দ্যোপাধ্যায়।

Like Us On Facebook