পানাগড়কে যানজটমুক্ত করার লক্ষ্য নিয়েই পানাগড়ে বাইপাস রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু কিছু ব্যবসায়ী দিনের ব্যস্ত সময় রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে মাল লোড-আনলোড করায় ফের পানাগড় বাজারে আগের মতই যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্থানীয় মানুষ ও পথচারীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে। এর ফলে অনেক সরকারি বেসরকারি বাস আর বাসস্ট্যান্ডে ঢুকতে পারছে না। রাস্তার যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো করছে বাসগুলি।

পানাগড় বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তা পরিমল গাঙ্গুলী বলেন, পানাগড় বাজার জুড়ে অব্যবস্থা বেড়েই চলেছে। বিভিন্ন ট্রাক-টোটো যত্র তত্র দাঁড়ানোয় পানাগড় বাজারে সাধারণ মানুষের পথ চলা দায় হয়ে গেছে। বিভিন্ন সরকারি বেসরকারি বাস স্ট্যান্ডে ঢুকতে পারছে না। চরম অব্যবস্থা চলছে। পরিমলবাবু বলেন, আমরা আগেও পুলিশকে বলেছিলাম কিন্তু কোন ফল হয়নি। এবার পানাগড় বাজার যানজট মুক্ত করতে পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করব।

Like Us On Facebook