প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে বালি নিয়ে আগেই জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার দামোদরের উপর অবৈধ সেতু নিয়ে প্রশাসনকে কার্যত চরম বার্তা দিলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দশ দিনের মধ্যে বর্ধমানের দামোদর নদের উপর থেকে ১৫ টি অবৈধ অস্থায়ী সেতুকে ভেঙে ফেলতে হবে। পাশাপাশি মন্ত্রী পুলিশকে নির্দেশ দেন অবৈধ সেতু নিয়ে আরও কঠোর হতে। সপ্তাহ তিনেক আগে বর্ধমানে মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক বৈঠকে বালি নিয়ে সরব হয়েছিলেন। এদিনের সেচমন্ত্রীর গলায় তারই প্রতিধ্বনি শোনা গেল। উল্লেখ্য, মাস খানেক আগে বর্ধমানের বড়শুলের কাছে অস্থায়ী বাঁশের সেতু থেকে পড়ে গিয়ে তলিয়ে যান এক মহিলা। পরদিন তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এরপর নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
তবু অবৈধ সেতু এখনও বর্তমান। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বর্ধমানের কানাইনাটশালের সেচবাংলোয় নবনির্মিত মুখ্য বাস্তুকারের ভবনের উদ্ধোধন করেন। তারপর তিনি বর্ধমানের লাইফ লাইন বাঁকা নদী সংস্কারের কাজ সরজমিনে খতিয়ে দেখেন।

Like Us On Facebook