বীরভানপুর মহাশ্মশানে দাহ করে ফেরার পথে দামোদর ক‍্যানেলের উপর সেতুর ভেঙে যাওয়া গার্ড রেলিংয়ের অংশ দিয়ে বাইক নিয়ে ক্যানেলের জলে পড়ে দুই বাইক আরোহীর মৃত্যুর পর স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে সেতুর ভাঙা রেলিংয়ের জায়গায় অস্থায়ীভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। পাশাপাশি ৪ নম্বর বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও এলাকার বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বীরভানপুর মহাশ্মশানে দাহ করতে যাওয়ার পথে ক্যানেলের ওই ভাঙা সেতুর আতঙ্ক কাটাতে প্রশাসনিক তৎপরতা শুরু করেন। দ্রুত সেতু সংস্কারের জন্য একদিকে ডিভিসি কর্তৃপক্ষ অন‍্যদিকে দুর্গাপুর নগর নিগম ও সেচ দফতরের কাছে দরবার করেন।

শেষমেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে দামোদরের ক‍্যানেলের ভাঙা সেতুর সংস্কারের উদ্যোগ নিল রাজ‍্য সেচ দফতর। এবং দুর্গাপুজোর আগেই ভগ্ন সেতুটির প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে বলে দাবি করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। শুক্রবার সকালে বীরভানপুরের কাছে দামোদর ক‍্যানেলের উপর ভগ্নপ্রায় সেতুটি এবং দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এই দাবি করেন বিশ্বনাথবাবু। এদিন সকালে দুর্গাপুরের ৪ নং বরোর চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল দুর্গাপুরের মহানাগরিক দিলীপ আগস্তিকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একই সঙ্গে বাঁকুড়া মোড়ের ভগ্নদশার সেতুটিও পরিদর্শন করেন। সেতু সংস্কারের ব্যাপারে বিশ্বনাথবাবুর আশ্বাসে বীরভানপুরের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।



Like Us On Facebook