রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় হল দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের ছাত্রী আইরিন ঘোষ। আইরিনের এই সাফল্যে গর্বিত দুর্গাপুরের মানুষ। জয়েন্টে দ্বিতীয় স্থান অধিকার করলেও পরবর্তীকালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) থেকে ফিজিক্স নিয়ে পড়াশুনা করে গবেষক হতে চায় আইরিন। আইএসসি পরীক্ষায় সে ৯৬.৪ শতংশ নম্বর পেয়ে স্কুলে বিজ্ঞান বিভাগে সেরা হয়েছিল। পড়াশুনার বাইরে ছবি আঁকা এবং বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পছন্দ করে আইরিন। তার বাবা তপেন্দ্রনাথ ঘোষ দুর্গাপুরে বিএসএনএল-এর কর্মী, মা শ্রুতি ঘোষ নিপাট গৃহবধূ। আইরিনের এই সাফল্যে ডিএভি মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে খিশির হাওয়া।

Like Us On Facebook