আন্তর্জাতিক যোগ দিবসে ভারতীয় যোগের সঙ্গে ‘বিষমুক্ত হাট’ – দুইয়ের মিশ্রণ ঘটল বুধবার বর্ধমান টাউন হলে। এদিন ভারতীয় যোগ প্রচার, প্রসার ও সংরক্ষণ সমিতির উদ্যোগে তৃতীয় বর্ষ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা প্রণব কুমার গোস্বামী, ডা. সৌমেন সিংহরায়, পিরু দত্ত সহ উপস্থিত বক্তারা ভারতীয় যোগ নিয়ে বিস্তারিত বক্তব্যও রাখেন। শুধু যোগই নয়, চলতি অশান্ত সমাজ ব্যবস্থায় যোগের সঙ্গে আধ্যাত্মিক বিকাশেরও যোগ হওয়া উচিত বলেও অনেকে মত প্রকাশ করেন। এদিন মিষ্টার ইণ্ডিয়াখ্যাত দামোদর চ্যাটার্জ্জীকে সংবর্ধনাও দেওয়া হয় এই মঞ্চ থেকে।

এদিকে, টাউন হলের এই অনুষ্ঠানের সঙ্গেই এদিন ‘বিষমুক্ত হাটে’র পক্ষ থেকে তুলে ধরা হয় সম্পূর্ণভাবে রাসায়নিক বর্জিত ভেষজভাবে চাষ করা বিভিন্ন ফসলকেও। এই প্রথম বিষমুক্ত হাটের উদ্যোগে জনসাধারণের সামনে নিয়ে আসা হল বহু চর্চিত ড্রাগন ফ্রুটসকে। সাউথ আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় ফল হিসাবে পরিচিত এই ড্রাগন ফ্রুটস ডায়াবেটিস, কোলেস্টেরল নিরোধক এবং একইসঙ্গে ক্যানসার প্রতিরোধক হিসাবে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। বিষমুক্ত হাটের কর্ণধার ডা. সৌমেন সিংহ রায় জানিয়েছেন, এদিন যোগ দিবস উপলক্ষ্য ৩৫০টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে এই ফল। এছাড়াও এদিন মুড়ি, সর্ষের তেল, মসুর ডাল সহ বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় রাসায়নিক মুক্ত সামগ্রীও বিক্রি করা হয়েছে বিভিন্ন স্টল থেকে।

Like Us On Facebook