বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শুক্রবার থেকে শুরু হয়েছে এক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটির উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রদর্শনীটি এক মাস ধরে সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে এটি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্ত সংলগ্ন মানুষের নানান সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে ‘Borders and Beyond’ নামের এই চিত্র প্রদর্শনীতে। ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলির যে সীমানা সেই এলাকায় বসবাসকারী মানুষদের সমস্যার চিত্র যেমন থাকছে তেমনই থাকছে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের দুঃখ ও কষ্টের ছবি। পৃথিবীর বিখ্যাত কিছু ফটোগ্রাফারদের তোলা ছবি দেখা যাবে এই প্রদর্শনীতে।

উল্লেখ্য, এই প্রদর্শনীটির বিষয় ইংরেজি বিভাগের গবেষণার বিষয়ের সঙ্গে সংযুক্ত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বর্ডারের নির্মাণ ও সাধারণ মানুষের জীবন ও সাহিত্যে তার প্রভাব নিয়ে গবেষণা করে গবেষণাপত্র ও বই প্রকাশ করবে। এই বিষয়ে একটি সংগ্রহশালা নির্মাণেরও পরিকল্পনা আছে বলে জানা গেছে।

Like Us On Facebook