আগামী ১৮ জানুয়ারি বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে নৃত্যবাসা প্রেরণা নৃত্যকেন্দ্রের উদ্যোগে প্রেরণাশ্রী নৃত্য উৎসব নামে একটি আর্ন্তজাতিক নৃত্যানুষ্ঠান।

বুধবার সাংবাদিক বৈঠকে আয়োজক কেন্দ্রের ডিরেক্টর অমৃতা দাস জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন আমেরিকার কত্থক শিল্পী লাবণী মোহন্ত, বাংলাদেশের লোকনৃত্য শিল্পী মহম্মদ মফস্বল হোসেন এবং মাটি সিদ্দিকি, মালদার রবীন্দ্র নৃত্যশিল্পী দেবরাজ ভট্টাচার্য, শান্তিনিকেতনের মণিপুরী নৃত্যশিল্পী মেহেলী সাঁই, ভারতনাট্যম শিল্পী সুধর্সনা এবং সুরঞ্জনা নন্দী এবং কলকাতার অতনু দাস। এঁদের প্রত্যেকেই ওই অনুষ্ঠানে সিনিয়র প্রেরণাশ্রী পুরষ্কার দেওয়া হবে। এছাড়াও জুনিয়র প্রেরণাশ্রী পুরষ্কার দেওয়া হবে অনুষ্ঠানে অংশ নেওয়া ১১ শিল্পীকে। এদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনৃত্য শিল্পী দেবলীনা দে, ওড়িশী নৃত্যশিল্পী প্রীতি সরকার, শ্রমনা দাঁ, সাওলী লোধ, অস্মি মৌলিক, লোক নৃত্যশিল্পী জয়া সেরেন, কত্থক শিল্পী অত্রি বেরা, ক্লাসিক্যাল নৃত্য শিল্পী সোনালী, স্নেহা, শ্রেয়া এবং তানিশা হক। অন্যান্যদের মধ্যে এদিন সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন নৃত্যকেন্দ্রের সম্পাদক সুজন কুমার দাস এবং ভারত সংস্কৃতি উৎসবের উদ্যোক্তা তথা তবলাবাদক প্রসেনজিত পোদ্দার।

Like Us On Facebook