একশো দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গ দেশের অন‍্যান‍্য রাজ‍্যগুলির মধ্যে এবারও সর্বোচ্চ স্থানে রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে একশো দিনের কাজের প্রকল্প রূপায়ণে পশ্চিমবঙ্গ ভূয়সী প্রশংসার দাবি রাখে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের সিটি রেসিডেন্সি হোটেলে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব অপরাজিতা সারেঙ্গী একথা ঘোষণা করেন।

কেন্দ্র ও রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের এক আন্তরাজ‍্য তথ‍্য আদান-প্রদান বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনিক শীর্ষ কর্তা, পঞ্চায়েত সমিতির প্রধান সহ ৯টি রাজ্যের প্রতিনিধিরা এদিন এই বৈঠকে অংশ নেন। এই বৈঠকে আগামী দিনে কিভাবে কেন্দ্র সরকার একশো দিনের কাজে গতি আনবে এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে একশো দিনের কাজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে সেই বিষয়টিও কেন্দ্রীয় দল এদিন এই বৈঠকে তুলে ধরেন। এদিন গ্রামোন্নয়নে একশো দিনের কাজের মডেল তুলে ধরে তার চুল চেরা বিশ্লেষণ করেন কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের কর্তারা। জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা পাঁচটি দলে ভাগ হয়ে রাজ‍্যের পাঁচটি জেলায় একশো দিনের কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ১২ জানুয়ারি ওই প্রতিনিধিরা কলকাতায় একটি বৈঠকে মিলিত হয়ে তাঁদের অভিজ্ঞতা আদান-প্রদান করবেন। এরপর বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা পশ্চিমবঙ্গ থেকে একশো দিনের কাজের প্রকল্প রূপায়ণের অভিজ্ঞতা নিয়ে নিজ নিজ রাজ্যে তা বাস্তবায়িত করবেন।

Like Us On Facebook