ফাইল চিত্র
দুর্গাপুর মহকুমা হাসপাতলের সুপার দেবব্রত দাস

সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলায় ৩০ আগস্ট দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলে রাতভর ন‍্যশনাল সিকিউরিটি গার্ড-এর মক ড্রিলে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসক না পেয়ে এনএসজি আধিকারিক দের কাছে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠী বেশ অস্বস্তিতে পড়ে যান। মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস একজন মাত্র চিকিৎসক নিয়ে মক ড্রিলে হাজির হলে জেলাশাসক ক্ষুব্ধ ‌হয়ে অনুপস্থিত চিকিৎসকদের শো-কজের নির্দেশ দেন সুপারকে। ১ সেপ্টেম্বর সুপার দেবব্রত দাস অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে শো-কজ নোটিশ ‌জারি করার কথা জানান।

মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই করছেন রোগীরা। এবার এনএসজি’র মক ড্রিল স্বাস্থ্য ব‍্যবস্থার বেহাল দশা দেখিয়ে দিল। আপৎকালীন পরিস্থিতিতে মুমূর্ষদের চিকিৎসা নিয়ে উঠে গেল বড় প্রশ্ন।

Like Us On Facebook