ফাইল চিত্র

এবার পূর্ব বর্ধমান জেলাকে তামাকবর্জিত জেলা হিসাবে গড়ে তুলতে উদ্যোগী হল জেলা প্রশাসন। আগামী ১৫ আগস্টের মধ্যে পূর্ব বর্ধমান জেলাকে তামাকহীন জেলা ঘোষণা করার লক্ষ্যে বুধবার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এই বিষয়ে দেখভালের জন্য এদিনের বৈঠকে জেলা, মহকুমা ও ব্লকস্তরে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, পূর্ব বর্ধমানকে তামাকমুক্ত জেলা হিসাবে ঘোষণা করার লক্ষ্যে তামকের কুফল নিয়ে প্রচার করা হবে। জেলা জুড়ে তামাকজাত দ্রব্য বিপণনের জন্য কোন বিজ্ঞাপন করা যাবে না। স্কুল ও কলেজগুলির একশো মিটারের মধ্যে তামাকজাত সামগ্রী বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে। নাবালকদের তামাকজাত দ্রব্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তামাকজাত দ্রব্য বিক্রি ও সেবনের ক্ষেত্রে নয়ম ভাঙলে জরিমানা আদায়ের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। এর আগে হাওড়া ও দার্জিলিং জেলাকে তামাকবর্জিত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে।

Like Us On Facebook