দুর্গাপুর পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হল সোমবার। ২৪ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন দুর্গাপুর প্রশাসনিক ভবনে এসে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের রঙবেরঙের সমাবেশে এদিনও দুর্গাপুর প্রশাসনিক ভবন কার্যত উৎসবের চেহারা নেয়। এদিন তৃণমূল কংগ্রেসের ৫ জন, বিজেপির ৫ জন, সিপিআই এর ১জন ও নির্দলের ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

বিগত বোর্ডের যে সব বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা নির্দল প্রার্থী হওয়ায় হুমকি দিয়েছিলেন সেই সব তৃণমূলের বিক্ষুদ্ধ কর্মীরা সোমবার মনোনয়ন পত্র জমা না দেওয়ায় স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বও কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে সোমবার। এদিন দুর্গাপুরের সদ্য প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীর স্ত্রী অনিন্দিতা মুখার্জী ২২ নং ওয়ার্ড থেকে মনোনয়ন পত্র জমা দেন, একই ভাবে দুর্গাপুর পৌরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বিশাল মিছিল আসে দুর্গাপুর মহকুমাশাসক দপ্তর চত্বরে। তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া দেখভাল করতে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ ও আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারী। এদিনও দুর্গাপুর প্রশাসনিক ভবনে অপূর্ব মুখার্জী ও অনিন্দিতা মুখার্জীর ছায়া সঙ্গী ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Like Us On Facebook