আসানসোলে স্বর্ণ ঋণদানকারী মুথুট ফিনান্স কোম্পানির শাখায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিন জন দুষ্কৃতীকে বুধবার গভীর রাতে আসানসোলের হীরাপুর থানায় নিয়ে এল সিআইডি। ধৃত তিন জনের নাম রাজীব কুমার সিং, নবরঙ কুমার সিং এবং শশাঙ্ক সিং।

গত ১৯ জানুয়ারি বিহারের পাটনার রাজীবনগরে বিহার এসটিএফ এক অভিযানে পাকড়াও করে সুবোধ সিং নামে কুখ্যাত দুষ্কৃতীকে। জানা গেছে, আসানসোলের স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির নেতৃত্ব দিয়েছিল এই সুবোধ সিং। এরপরই সিআইডি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা পাটনা পাড়ি দেয়। সেখানে গিয়ে সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ করে বিহার এসটিএফের সহায়তায় আসানসোলে ডাকাতির ঘটনায় জড়িত এই তিনজনকে গ্রেফতার করে। এখনও এই ঘটনায় তিনজন পলাতক। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশী শুরু হয়েছে। জানা গেছে, সুবোধ সিংকে রাজস্থান নিয়ে যাওয়া হয়েছে অন্য ডাকাতির ঘটনায় তদন্তের জন্য। বাকি তিন জনকে হীরাপুর আনা হয়। বৃহস্পতিবার তাদের আসানসোল আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর আসানসোলের হীরাপুর থানার কোর্ট মোড়ে মুথুট ফিনান্স কোম্পানির শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। আসানসোলের মুথুট ফিনান্সের শাখা থেকে সোনা ও নগদে প্রায় আট কোটি টাকা ডাকাতি করে চম্পট দিয়েছিল ডাকাতরা।

Like Us On Facebook