প্রতি বছরের মত এবারও বর্ধমানের সদরঘাটে হয়ে গেল মাঘি মেলা। প্রতি বছর ১ মাঘ বর্ধমান শহর সংলগ্ন সদরঘাটে বসে এই মেলা। শহরবাসী সহ দক্ষিণ দামোদর এলাকার মানুষের কাছে এই মেলা খুবই জনপ্রিয়। বাস বা ট্রাক্টরে চড়ে দলে দলে মানুষজন ভিড় জমান এই মেলায়।

এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই ব্যাপক জনসমাগম হয় সদরঘাটে। মেলার জনপ্রিয়তার জন্য প্রচুর দোকান বসে এই মেলায়। এবছরও প্রায় শতিনেক দোকান বসে মেলায়। মেলা শুরুর কয়েকদিন আগে থেকেই ব্যবসায়ীরা চলে আসেন ভাল জায়গায় দোকান বসানোর জন্য। মেলায় নানান রকম মিষ্টি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, ফলমূল, স্টেশনারি জিনিস, নাগরদোলার পাশাপাশি মোরগ লড়াইও বেশ জনপ্রিয়। মেলায় ব্যাপক জনসমাগমের জন্য মেলার দিন কৃষকসেতু দিয়ে যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়।




Like Us On Facebook