ফাইল চিত্র

আসানসোলবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এবার হাওড়া রাজধানী এক্সপ্রেস থামবে আসানসোল স্টেশনে। বৃহস্পতিবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। জানানো হয়েছে, আসানসোল এবং সংলগ্ন এলাকার যাত্রীদের সুবিধার্থে আগামী ১৮ জুন, সোমবার থেকে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩০১/১২৩০২) আসানসোল স্টেশনে থামবে।

রেল সূত্রে জানা গেছে, ১২৩০১ আপ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বিকেল ৪টে ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে আসানসোলে আসবে সন্ধ্যা ৭টা ০১ মিনিটে। আসানসোল স্টেশনে ২ মিনিট দাঁড়িয়ে ফের ৭টা ০৩ মিনিটে ছেড়ে যাবে দিল্লির উদ্দেশ্যে। একইভাবে ১২৩০২ ডাউন নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস আগের দিন নিউ দিল্লি থেকে ছেড়ে সকাল ৭টা ২৮ মিনিটে আসানসোল পৌঁছে ৭টা ৩০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে।

উল্লেখ্য, অনেক দিন ধরেই হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আসানসোল স্টেশনে দাঁড় করানোর দাবিতে সোচ্চার হয়েছিলেন শিল্পাঞ্চলবাসী। নানা স্তরে দাবি জানিয়েও কোন ফল মেলে নি। ২০১৪ সালে বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ হওয়ার পর তাঁর কাছেও এই আবেদন রাখেন শিল্পাঞ্চলের বিভিন্ন বণিক সংগঠন। এরপর রেলমন্ত্রকের কাছে বাবুল এই আবেদন রাখেন। মে মাসে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, রেলমন্ত্রক তাঁকে চিঠি দিয়ে আসানসোলে হাওড়া-নিউ দিল্লি রাজধানীর স্টপেজ দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে।

বৃহস্পতিবার পুর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানোর পর খুশির হাওয়া শিল্পাঞ্চলের বণিক মহল সহ দুই বর্ধমানের মানুষের মধ্যে। শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আগে থেকেই আসানসোল স্টেশনে দাঁড়ায়। এখন জোড়া রাজধানী এক্সপ্রেস আসানসোলে দাঁড়ানোয় দুই বর্ধমানের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

Like Us On Facebook