হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেন শুক্রবার থেকে আসানসোলে স্টপেজ দিতে শুরু করল। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্যোগেই এই ট্রেন আসানসোলে থামে। বড়সড় করে অনুষ্ঠান করার কথা ছিল এই শুভক্ষণে। কিন্তু বাজপেয়ীজির মৃত্যুর কারণে সমস্ত সরকারী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই কারণে কোন অনুষ্ঠান শুক্রবার হয়নি। বিজেপি কাউন্সিলর আশা শর্মা সহ বিভিন্ন বিজেপি নেতারা এদিন দুরন্ত এক্সপ্রেসকে স্বাগত জানান।

রেল সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে ১২২৭৩ আপ হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস এবং শনিবার থেকে ১২২৭৪ ডাউন নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপেস আসানসোল স্টেশনে পাঁচ মিনিট করে থামবে। আপাতত আগামী ছ’মাসের জন্য পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস আসানসোল স্টেশনে থামবে বলে রেল সূত্রে জানা গেছে। ১২২৭৩ আপ দুরন্ত এক্সপ্রেস আসানসোলে পৌঁছবে সকাল ১০টা ৫৫ মিনিটে এবং ছেড়ে যাবে ১১টায়। ১২২৭৪ ডাউন দুরন্ত এক্সপেস আসানসোলে পৌঁছবে সকাল ৭টা ৩৫ মিনিটে এবং ছেড়ে যাবে ৭টা ৪০ মিনিটে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র উদ্যোগে রেলমন্ত্রক এই সিদ্ধান্ত নেওয়ায় খুশি আসানসোলবাসী।

সংগৃহীত ছবি
Like Us On Facebook