গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানেও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হল ঐতিহাসিক হুল দিবস। শুক্রবার সকালে প্রথমে সংস্কৃতি লোকমঞ্চের সামনে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক জেলাপরিষদ বাসব ব্যানার্জী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী সহ অনান্যরা। পরে দপ্তরের উদ্যোগে সাতগেছিয়া বড়বাগান ফুটবল মাঠেও হুল উৎসব পালিত হয়। সেখানেও উপস্থিত ছিলেন সভাধিপতি, সহসভাধিপতি, বিধায়ক, কর্মাধ্যক্ষ ও জেলাপরিষদের সদস্যগণ, বর্ধমান সদর মহকুমাশাসক দক্ষিন, মেমারি ২ বিডিও, মেমারির ওসি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আদিবাসী নৃত্যে অংশ নেন সভাধিপতি, বিধায়িকা, জেলা পরিষদ সদস্যা প্রমুখ। আট দলীয় ফুটবল প্রতিযোগিতাও হয়। তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে হুল দিবসের চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

Like Us On Facebook