ফাইল ফটো

রবিবার বায়ুসেনার জওয়ানরা বায়ুসেনার প্রাক্তন ‘মার্শাল’ অর্জন সিংহকে শ্রদ্ধা জানান। শনিবার দিল্লির সেনা হাসপাতালে অকুতোভয় বীর সেনানী অর্জন সিং হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বায়ুসেনায় একমাত্র তাঁকেই সেনার ‘ফিল্ড মার্শালের’ সমান সম্মান দেওয়া হয়েছিল।

ফাইল ফটো

১৯১৯ সালে পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন। পরম দেশ ভক্তির টানে পরবর্তী সময়ে তিনি ভারতীয় বায়ু সেনায় যোগদান করেন। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৃটিশদের পক্ষে জার্মানিদের বিরুদ্ধে লড়াই-এ ভারতীয় বায়ু সেনার এই বীর বিক্রম সেনানীর অবদান স্মরণীয় হয়ে রয়েছে। ১৯৬৫-তে ভারত-পাক যুদ্ধে তাঁর নেতৃত্বে ভারতীয় বায়ুসেনা চরম শিক্ষা দিয়েছিল পাকিস্তানকে। সেই সময় ভারতীয় বায়ুসেনার প্রযুক্তিগত দুর্বলতা সত্বেও তাঁর সুযোগ্য নেতৃত্ব সকলের প্রশংসা কুড়ায়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এই বীর সেনানী অর্জন সিং-এর জীবন কালেই তার সম্মানে ২০১৬-র ১৪ এপ্রিল পানাগড় বায়ুসেনা ছাউনির নাম করণ করেন তাঁর নামে। ২০১৭ সালে ১৫ মার্চ প্রাক্তন চিফ এয়ার মার্শাল অর্জন সিং পানাগড় ঘুরে যান।

Like Us On Facebook