প্লাস্টিক মুক্ত শহর গড়তে কয়েক মাস আগেও দুর্গাপুরের তৎকালীন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, দুর্গাপুর পৌরসভা, পরিবেশ দফতর ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ে দুর্গাপুরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের (৫০ মাইক্রণের কম ঘনত্বের) বিরুদ্ধে অভিযানে নামেন। সেই সময় বেশ কয়েকবার অভিযান হয় বিভিন্ন বাজারে। কয়েকজন প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রেতা এবং ক্রেতাদের নিষিদ্ধ প্লাস্টিকের ক‍্যারিব‍্যাগ দেওয়ার দায়ে কয়েকজন দোকানদারকে হাতে নাতে ধরে আর্থিক জরিমানাও করা হয়েছিল। কিন্তু দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দুর্গাপুর থেকে বদলি হয়ে যেতেই সেই কমিটি অজ্ঞাত কারণে নিস্তেজ হয়ে পড়তেই বাজারে কড়া নজরদারির অভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার রমরমিয়ে চলতে শুরু করেছে।

গত কয়েক মাস ধরেই নিষিদ্ধ প্লাস্টিকের ক‍্যারিব‍্যাগের ব্যবহার চলছিল চুপিসাড়ে, কিন্তু দুর্গোৎসবের দিনগুলো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত দেখা যাচ্ছে প্রশাসনিক কড়া নির্দেশকে পাত্তা না দিয়ে দুর্গাপুরের বিভিন্ন বাজারের ছোট বড় ব‍্যবসায়ীরা জোরকদমে পলিথিন ব্যাগ চালিয়ে যাচ্ছেন। দুর্গাপুর পৌরসভা, পরিবেশ দফতর, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্তারা কার্যত ভাত ঘুম দিয়েছেন। তেমনই দুর্গাপুর মহকুমা প্রশাসন থেকেও এই ব্যাপারে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। মঙ্গলবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে গিয়ে দেখা গেল লক্ষ্মীপুজোর সামগ্রী কিনতে আসা ক্রেতাদের হাতে দোকানদাররা দেদার প্লাস্টিকের ক‍্যারিব‍্যাগে বিভিন্ন পুজো সামগ্রী তুলে দিচ্ছেন। কেবলমাত্র পুজো সামগ্রীর দোকানেই নয় মাছ বাজার, সবজি বাজার থেকে ফল বাজার সর্বত্র একই চিত্র‌। দুর্গাপুর কি আদৌ প্লাস্টিক মুক্ত শহর হবে? – এই প্রশ্নই এখন শিল্পাঞ্চলের মানুষের মুখে মুখে ঘুরছে।

Like Us On Facebook