শনিবার ভাতারের শিবদা মোড়ের কাছে ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বর্ধমান আসপাতালে নিয়ে গেলে তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়। ঘটনার পর স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে ২বি জাতীয় সড়ক অবরোধ করেন। বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভাতার থানার শিকারপুর গ্রামের বাসিন্দা ইমরান শেখ ও রোহিত শেখ নামে দুই যুবক গুসকরা থেকে ফিরছিলেন। বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়ক ধরে তাঁরা বাড়ি ফিরছিলেন। তাঁরা একটি বালি বোঝাই গাড়ির পিছনে পিছনে আসছিলেন। শিবদা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ স্টিকার লাগানো ভ্যান বালি বোঝাই গাড়িটিকে দাঁড়নোর নির্দেশ দলে গাড়িটি হঠাৎ ব্রেক কষে। পিছনে থাকা ইমরান ও রোহিত বাইক নিয়ে পাশ কাটিয়ে চলে আসতে গেলে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাইক আরোহী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের কলকাতার পিজিতে রেফার করেন। এরপর গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় চার ঘন্টা চলে অবরোধ। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে।


Like Us On Facebook